ispahani
logo s

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

৩১-১০-২০২৩, ০৭:৫২

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
ছবি: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। হাওয়া সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে বিউটি সার্কাস ও শিমু ছবির জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।
শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। শিমু চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কারটি পেয়েছেন। এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। পরান ও পাপ-পুণ্যের জন্য তারা এ সম্মানে ভূষিত হয়েছেন।


আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক, দেশান্তর সিনেমার জন্য। আর শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম), অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের জন্য।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে রোহিঙ্গা ও বীরত্ব সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মাহমুদুল ইসলাশ খান (রিপন খান), পায়ের ছাপ চলচ্চিত্রের জন্য। শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। অপারেশন সুন্দরবনে ‘এ মন ভিজে যায়...’ গানের  জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকর রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী জয়া-শিমু

প্রতি বছর যোগ্যতার মানদণ্ড বিচারে কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে থাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেয়া হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।

 
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবার ‘হাওয়া’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে নির্বাচিত হয়েছেন সুচিন্দ্য চৌধুরী (চঞ্চল চৌধুরী), সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু। এ ছাড়া শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ‘শিমু’ চলচ্চিত্রের জন্য সৈয়দা রুবাইয়াত হোসেন।

এ বছর ‘পরাণ’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, ‘পাপ পুণ্য’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)।
 
আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এসএম কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।
 
‘দেশান্তর’ সিনেমার জন্য খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক। ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম)।
 
যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে ‘রোহিঙ্গা ও বীরত্ব’ সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মাহমুদুল ইসলাশ খান (রিপন খান), ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য।
 
শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। অপারেশন সুন্দরবনে ‘এ মন ভিজে যায়’ গানের  জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

আনন্দ   টপ নিউজ
Share this page:
echobirdsoftware

সর্বশেষ সংবাদ

প্রতি আসনে গড়ে ৯ জনের বেশি প্রার্থী ০১-১২-২০২৩, ১৩:৫৯ রাজমিস্ত্রির প্রেমে পড়ে কোটিপতি স্বামীকে ‘খুন’ ০১-১২-২০২৩, ১৩:৫২ মেসির ব্যালন ডি’অর ম্যারাডোনার জন্যও ৩১-১০-২০২৩, ০৮:১৩ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ হলমালিকেরা ফিরিয়ে দিয়েছিলেন, সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ৩১-১০-২০২৩, ০৮:০৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা ৩১-১০-২০২৩, ০৭:৫২ যেদিন জোকোভিচকে হারিয়ে খরুচে ট্রফি-উৎসব ভেস্তে দিয়েছিলেন মেদভেদেভ ৩০-১০-২০২৩, ০৮:৪০ বিশ্বকাপে আফগান রূপকথা, এবার শিকার শ্রীলঙ্কা ৩০-১০-২০২৩, ০৮:১০