ispahani
logo s

মেসির ব্যালন ডি’অর ম্যারাডোনার জন্যও

৩১-১০-২০২৩, ০৮:১৩

মেসি ও ম্যারাডোনা দুজনেই বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকেছবি: টুইটার
ছবি: মেসি ও ম্যারাডোনা দুজনেই বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকেছবি: টুইটার

কাল রাতে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ব্যালন ডি’অর ২০২৩ জেতার দৌড়ে মেসি এবার পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।

মেসি এমন একটা দিনে ব্যালন ডি’অর জিতেছেন, যেদিন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন। এমন দিনে মেসি কি ম্যারাডোনাকে মনে না করে পারেন!

পুরস্কার গ্রহণের পর মঞ্চে ক্যারিয়ারের নানা দিক নিয়ে মেসি কথা বলেছেন। সেই কথা শেষে মেসি মনে করেছেন ম্যারাডোনাকে। জন্মদিনে কিংবদন্তি ম্যারাডোনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘ডিয়েগোর নামটা বলতে চাই। এখানে যাঁরা আছেন, সবাই ফুটবলকে ভালোবাসেন, ডিয়েগোর মতো। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে ভালো জায়গা নেই। যেখানেই থাকুন না কেন, শুভ জন্মদিন। এটা আপনার জন্যও। আমি এই পুরস্কার আপনি ও সব আর্জেন্টাইনদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

জাতীয় দল ও ক্লাবের হয়ে গত মৌসুমটা দারুণ কেটেছে মেসির, যার সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় অবশ্যই কাতার বিশ্বকাপ জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপ জেতানোর পথে ৭ গোল করেন মেসি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে করেন জোড়া গোল। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব গোল্ডেন বল।

যদিও আর্জেন্টাইন মহাতারকা ম্যারাডোনা মেসির হাতে বিশ্বকাপ দেখতে পারেননি। ২০২০ সালের ২৫ নভেম্বর এই কিংবদন্তি না ফেরার দেশে চলে গেছেন। জাতীয় দলের সাফল্যের পাশাপাশি পিএসজির জার্সিতে টানা দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জেতেন মেসি। এরপর মেজর লিগ সকারে ইন্টার মায়ামিকেও প্রথমবার শিরোপার স্বাদ দেন মেসি।

খেলাধুলা   টপ নিউজ
Share this page:
echobirdsoftware

সর্বশেষ সংবাদ

প্রতি আসনে গড়ে ৯ জনের বেশি প্রার্থী ০১-১২-২০২৩, ১৩:৫৯ রাজমিস্ত্রির প্রেমে পড়ে কোটিপতি স্বামীকে ‘খুন’ ০১-১২-২০২৩, ১৩:৫২ মেসির ব্যালন ডি’অর ম্যারাডোনার জন্যও ৩১-১০-২০২৩, ০৮:১৩ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ হলমালিকেরা ফিরিয়ে দিয়েছিলেন, সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ৩১-১০-২০২৩, ০৮:০৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা ৩১-১০-২০২৩, ০৭:৫২ যেদিন জোকোভিচকে হারিয়ে খরুচে ট্রফি-উৎসব ভেস্তে দিয়েছিলেন মেদভেদেভ ৩০-১০-২০২৩, ০৮:৪০ বিশ্বকাপে আফগান রূপকথা, এবার শিকার শ্রীলঙ্কা ৩০-১০-২০২৩, ০৮:১০