ispahani
logo s

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ হলমালিকেরা ফিরিয়ে দিয়েছিলেন, সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল

৩১-১০-২০২৩, ০৮:০৮

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার একটি দৃশ্যছবি: সংগৃহীত
ছবি: ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার একটি দৃশ্যছবি: সংগৃহীত

‘একটা সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেল, অথচ কোনো সিনেমা হলে মুক্তি পেয়েছিল কি না, জানলাম না! প্যানেলের সবাই সন্তুষ্ট হয়েছেন বলেই সিনেমাটি পুরস্কার পেল, অথচ দর্শককে দেখানো হলো না। এটা কোনো কথা! সিনেমাটি কি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত, আর দেখার কোনো ব্যবস্থা আছে কি না, জানতে ইচ্ছা করছে...।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটাই লিখেছেন মাঈনুল হক নামের এক তরুণ। তিনি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা প্রসঙ্গে এমনটা লিখেছেন বাংলা চলচ্চিত্র পেজে। ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ২০২২ সালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।


বড় অর্জনের পাশাপাশি অনেক গল্পও আছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার। নানা চড়াই-উতরাই পেরিয়ে সাড়ে তিন বছরের চেষ্টায় সীমিত বাজেটে জীবনের প্রথম সিনেমা নির্মাণ করেছেন ৬০ বছর বয়সী কাইউম। ছবিটির মুক্তিকালে পরিচালক প্রথম আলোকে জানিয়েছিলেন, সিনেমার কাঙ্ক্ষিত একটি দৃশ্য পেতে পাক্কা আড়াই বছর অপেক্ষা করেছেন তিনি। সিনেমার এক দৃশ্যে দেখা যায়, হাওরে ধান কাটার মৌসুমে হড়কা বান নামে, ২০১৯ সালে সেই বানের দৃশ্য ধারণের পর আর বানের দেখা মেলেনি; কাইউমের অপেক্ষা বছরের পর বছর পেরিয়ে দীর্ঘশ্বাসে পরিণত হয়। ২০২১ সালের শেষে এসে সেই দৃশ্য ধারণ করেন তিনি। এটা তো গেল মাত্র একটি দৃশ্য, পুরো সিনেমার দৃশ্য ধারণের জন্য দিনের পর দিন হাওরে পড়ে ছিলেন নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প পর্দায় তুলে আনতে মুহাম্মদ কাইউমকেও রীতিমতো সংগ্রাম করতে হয়েছে।

এখানে শেষ নয়। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সিনেমাটি মুক্তি দিতে গিয়ে মুদ্রার উল্টা পিঠ দেখতে হয়েছে নির্মাতাকে। সিনেমা হলের দ্বারে দ্বারে ঘুরেছেন নির্মাতা, সিনেমায় কথিত তারকা নেই বলে সিনেমাটি চালাতে চাননি হলমালিকেরা। অনেক বলেকয়ে ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় মাত্র এক সপ্তাহ প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এরপর চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে কিছুদিন প্রদর্শিত হয়েছে।

এ সিনেমা নিয়ে দর্শকের মধ্যে তুমুল আগ্রহ থাকলেও হলগুলো সপ্তাহখানেকের মধ্যেই নামিয়ে ফেলে, এর মধ্যে ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠান নির্মাতা। বিশ্বের মর্যাদাপূর্ণ এ উৎসবের আন্তর্জাতিক বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের ১৪টি সিনেমার সঙ্গে মনোনীত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। উৎসবের মধ্যে টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে সিনেমাটি নিয়ে তুমুল আলোচনা হয়েছে। স্পেনের সিনেমা ‘আপঅন এন্ট্রি’র সঙ্গে যৌথভাবে উৎসবের সেরা সিনেমার (গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার) পুরস্কার জিতেছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

আনন্দ   টপ নিউজ
Share this page:
echobirdsoftware

সর্বশেষ সংবাদ

প্রতি আসনে গড়ে ৯ জনের বেশি প্রার্থী ০১-১২-২০২৩, ১৩:৫৯ রাজমিস্ত্রির প্রেমে পড়ে কোটিপতি স্বামীকে ‘খুন’ ০১-১২-২০২৩, ১৩:৫২ মেসির ব্যালন ডি’অর ম্যারাডোনার জন্যও ৩১-১০-২০২৩, ০৮:১৩ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ হলমালিকেরা ফিরিয়ে দিয়েছিলেন, সেরা চলচ্চিত্রের পুরস্কার পেল ৩১-১০-২০২৩, ০৮:০৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা ৩১-১০-২০২৩, ০৭:৫২ যেদিন জোকোভিচকে হারিয়ে খরুচে ট্রফি-উৎসব ভেস্তে দিয়েছিলেন মেদভেদেভ ৩০-১০-২০২৩, ০৮:৪০ বিশ্বকাপে আফগান রূপকথা, এবার শিকার শ্রীলঙ্কা ৩০-১০-২০২৩, ০৮:১০